আন্তর্জাতিক

নেতানিয়াহুর নির্দেশে আবারও কাঁপছে গাজা, নিহত ৩৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে  ইসরাইল। এতে নিহত হয়েছেন ১৬ শিশুসহ ৩৭ জন ফিলিস্তিনি।  যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার নির্দেশ দেন  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাফাহ এলাকায় এক বন্দুক হামলায় একজন  ইসরাইলি সৈন্য আহত হওয়ার পরই নেতানিয়াহু গাজায় “শক্তিশালী প্রতিক্রিয়া” দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেন। 

ইসরাইলি গণমাধ্যম বলছে, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে  ইসরাইলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে।

এরপর  ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী  ইসরাইল কাৎজ এক বিবৃতিতে বলেন, “আমাদের সৈন্যদের ওপর হামলার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে,  ইসরাইল এর জবাব দেবে ব্যাপক শক্তি দিয়ে।”

গাজা সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে আকাশপথে একাধিক স্থানে হামলা চালায়  ইসরাইলি বাহিনী। গাজা নগরীর উপকণ্ঠে সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়। নগরীর পশ্চিমে শাতি শরণার্থীশিবিরেও হামলা হয়েছে। হামলার শিকার হয়েছে আল-শিফা হাসপাতালের আশপাশের এলাকাও। এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ অঞ্চলের পূর্বাংশে কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে।

অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস অভিযোগ করেছে,  ইসরাইল এই হামলার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তারা জানিয়েছে, এই ঘটনার জেরে নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তরও স্থগিত রাখা হয়েছে। হামাস আরও সতর্ক করে বলেছে,  ইসরাইলের পক্ষ থেকে বড়সড় উস্কানি এলে মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকি ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।

এদিকে, হামাস নেতা সুহাইল আল-হিন্দি আল জাজিরা-কে জানিয়েছেন, মরদেহ উদ্ধারে তাদের কিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে, আর এর পুরো দায়  ইসরাইলের উপরই বর্তায়।

 

ইসরাইলের এই হামলা সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল আছে। ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি বলেন, “ছোটখাটো সংঘর্ষ হতে পারে, তবে আমরা আশা করি শান্তি টিকে থাকবে।”

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে  ইসরাইলি হামলায় অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সাধারণ মানুষের জন্য জরুরি ত্রাণ পৌঁছানোও কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এর পরও হামলা অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায়  ইসরাইলি হামলায় নিহত হয়েছে অন্তত ৬৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন