২১ দিনে নিউমোনিয়ায় ৬ শিশুর মৃত্যু
খাগড়াছড়িতে গত ২১ দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। শীত আসার আগেই এই জেলায় মিশ্র আবহাওয়ার (দিনে গরম, রাতে হালকা শীত) কারণে শ্বাসকষ্ট, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। আক্রান্ত শিশুদের বেশিরভাগের বয়স ৬ মাস থেকে ১৮ মাস।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের গণমাধ্যমকে জানান, রোগীদের আতঙ্কিত না হয়ে শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তিনি বলেন, ‘সঠিক চিকিৎসা নিলেই আক্রান্তের হার কমবে।’
এদিকে, জেলার সদর হাসপাতালে ইতোমধ্যেই ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার তিনগুণ বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসকরা বেসামাল হয়ে পড়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী চাকমা জানান, অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও নার্সদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
উল্লেখ্য, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল কাগজে-কলমে ২৫০ শয্যার হলেও চালু রয়েছে মাত্র ১০০টি শয্যা। অথচ হাসপাতালটিতে প্রতিনিয়ত ১৮০ থেকে আড়াইশ রোগী ভর্তি হচ্ছেন।
এসএইচ//