আন্তর্জাতিক

১০ লাখ ধূমপায়ীকে ধূমপান ছাড়াতে উদ্যোগ সৌদি সরকারের

সৌদি আরব সরকার দেশটির ১০ লাখ ধূমপায়ীকে ধূমপান ছাড়াতে সহায়তার উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে ধূমপান ত্যাগে সহায়ক প্রতিষ্ঠান ‘বাদাইল’।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য ধূমপায়ীদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং একটি তামাকমুক্ত সমাজ গড়ে তোলা।

২০২৩ সালে প্রতিষ্ঠিত বাদাইলের প্রধান পণ্য ‘ডিজার্ট’, একটি তামাকমুক্ত নিকোটিন পাউচ, যা ধূমপান ছাড়তে আগ্রহীদের জন্য বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, মাত্র দুই বছরেরও কম সময়ে প্রায় ৪ লাখ ধূমপায়ীকে সিগারেট থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে বাদাইল। এর মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ সম্পূর্ণভাবে নিকোটিন ব্যবহার ত্যাগ করেছেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন