বুনিয়া সোহেলের ভাই টুনটুন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ বহু মামলা রয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধচক্র দুর্বল হয়ে পড়বে।”
র্যাব জানায়, টুনটুনের বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ প্রায় ২০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য টুনটুনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আই/এ