আন্তর্জাতিক

চীনের মধ্যস্থতায় মায়ানমারে যুদ্ধবিরতি

ছবি: সংগৃহীত

মিয়ানমারের উত্তরাঞ্চলে চলমান সংঘর্ষ বন্ধে চীনের মধ্যস্থতায় দেশটির জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। চুক্তির আওতায় দুটি শহর থেকে সদস্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) টিএনএলএ জানিয়েছে, চীনের মধ্যস্থতায় কুনমিংয়ে অনুষ্ঠিত আলোচনার পর এ সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী, মান্দালয়ের মোগক শহর ও শান রাজ্যের মোমেইক শহর থেকে সরে যাবে তারা। তবে সরে যাওয়ার নির্দিষ্ট সময় জানানো হয়নি।

টিএনএলএ দাবি করেছে, জান্তা বাহিনী বিমান হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। যদিও তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, টিএনএলএ মিয়ানমারের থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ। জোটের বাকি সদস্যরা হলো -মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও আরাকান আর্মি। গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে সরকারের কাছে বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে। চীনের মধ্যস্থতায় এর আগেও একাধিক সংঘাতবিরতি চুক্তি হয়েছে, যেখানে বেইজিং গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন