ন্যায্য মূল্যের দাবিতে মিল্কভিটায় খামারিদের দুধ সরবরাহ বন্ধ
দুধের ন্যায্য মূল্যসহ ৬ দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমবায়ভুক্ত খামারিরা।উৎপাদিত দুধ আপাতত স্থানীয় ঘোষ ও মিষ্টির দোকানিদের কাছে বিক্রি করা হচ্ছে।
রোববার (২ নভেম্বর) সকাল থেকে তারা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করলেও মিল্কভিটায় তা সরবরাহ করেননি। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গো-খাদ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু মিল্কভিটা সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি। এখন তারা প্রতি লিটার দুধের দাম দিচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। এতে খরচই ওঠে না। আমরা দাবি জানিয়েছি যেন দাম ৬০ টাকা করা হয়।”
তিনি আরও জানান, দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়েই তারা এই কর্মসূচি নিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন জানান, উপজেলায় ছোট-বড় মিলে প্রায় ৩০ হাজার গো-খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। সমবায় সমিতির মাধ্যমে দুধ মিল্কভিটা, অন্যান্য দুগ্ধপ্রতিষ্ঠান ও স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করা হয়।
আন্দোলনের বিষয়ে মিল্কভিটা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, কয়েকটি সমবায় সমিতি সীমিত পরিসরে এখনও মিল্কভিটায় দুধ সরবরাহ করছে।
আই/এ