আন্তর্জাতিক

নিউইয়র্কের ইহুদিদের ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর

ছবি: ইসরায়লের মন্ত্রী আমিখাই চিকলি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘হামাসপন্থী’ আখ্যা দিয়ে ইহুদি নাগরিকদের শহর ছেড়ে ইসরায়েলে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের এক কট্টর দক্ষিণপন্থী মন্ত্রী।

গত মঙ্গলবার (০৫ নভেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও জোহরান মামদানি। ফলাফলে দেখা যায়, বিপুল ব্যবধানে কুমোকে হারিয়ে শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন মামদানি। নির্বাচনের পরদিন বুধবার (০৬ নভেম্বর) ইসরায়েলি ওই মন্ত্রী এক বিবৃতিতে বলেন, “নিউইয়র্কে হামাসপন্থী একজন মেয়র নির্বাচিত হয়েছে—এটি ইহুদিদের জন্য বিপদের ইঙ্গিত।”

তিনি আরও দাবি করেন, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদিদের এখনই ‘নিজেদের দেশে’ ফিরে যাওয়া উচিত।

৩৪ বছর বয়সী দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও অভিবাসী পরিবারের সন্তান জোহরান মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি আন্দোলনের পক্ষে কথা বলে আসছেন। তবে সাম্প্রতিক মাসগুলোয় তিনি যেমন স্পষ্টভাবে ইহুদিবিদ্বেষের নিন্দা জানিয়েছেন, তেমনি নিজে ইসলামবিদ্বেষের শিকার হওয়া নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

ইসরায়েলের প্রবাসী ও ইহুদিবিদ্বেষ প্রতিরোধবিষয়ক মন্ত্রী আমিখাই চিকলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘যে শহর (নিউইয়র্ক) একসময় বৈশ্বিক স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত ছিল, সেই শহর এখন নিজের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে এক হামাস সমর্থকের হাতে।’

এই মন্ত্রী আরও বলেন, ‘নিউইয়র্ক কখনো আর আগের মতো থাকবে না, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি নিউইয়র্কের ইহুদিদের ইসরায়েলের ভূখণ্ডে নিজেদের নতুন বসতি গড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আমন্ত্রণ জানাই।’

ইসরায়েলকে নিয়ে কথা বলার সময় জোহরান মামদানি দেশটিতে ‘বর্ণবৈষম্যমূলক শাসনব্যবস্থা’ চলছে বলে মন্তব্য করেন। এ ছাড়া তিনি ইসরায়েলে গাজা যুদ্ধকে ‘জাতিগত নিধন’ বলে বর্ণনা করেছেন। এসব কারণে ইহুদি সম্প্রদায়ের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। যদিও নিউইয়র্কে ইহুদিদের একাংশ তাকে সমর্থন জানিয়েছেন এবং তার পক্ষে ভোটের প্রচার চালিয়েছেন।

এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ও কট্টর দক্ষিণপন্থী নেতা ইতামার বেনগভির গতকাল চিকলির এ আহ্বানে সমর্থন জানান।

এক বিবৃতিতে বেনগভির বলেন, ‘ইহুদিবিদ্বেষ সাধারণ বিচারবুদ্ধির ওপর জয়লাভ করেছে। মামদানি হামাসের সমর্থক, ইসরায়েলের শত্রু ও স্বীকৃত ইহুদিবিদ্বেষী।’

জোহরান মামদানি এমন এক সময় এ অভূতপূর্ব জয় পেয়েছেন, যখন ট্রাম্পপন্থী ধনকুবের ব্যবসায়ী, রক্ষণশীল সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষক ও স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প নিজে তার নীতিমালা ও মুসলিম পটভূমি নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই নিউইয়র্কের ভোটারদের জোরালোভাবে আহ্বান জানিয়েছিলেন জোহরান মামদানির পক্ষে নয়, বরং অ্যান্ড্রু কুমোকে ভোট দেয়ার জন্য। ভোটের দিন মঙ্গলবারও ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় মামদানি সম্পর্কে মন্তব্য করে তাকে ‘ইহুদিদের শত্রু’ হিসেবে চিহ্নিত করেন।

আগামী বছরের ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন