আইসিসির সভায় এশিয়া কাপ ফেরত চাইল ভারত
দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এশিয়া কাপের শিরোপা দাবি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার (০৭ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছে ট্রফি দাবি করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবাজিত সাইকিয়া।
এই সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ মুহূর্তে শুক্রবার বিকেলে দুবাইয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি যোগ দেন। সভার আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে না থাকলেও, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবাজিত সাইকিয়া ব্যক্তিগতভাবে ট্রফির বিষয়টি উত্থাপন করেন।
তিনি জানান, ‘গেল ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে ভারতের জয় সত্ত্বেও ট্রফিটি এখনও পাকিস্তানে আটকে আছে, এবং দ্রুত তা হস্তান্তর করা উচিত।’
ক্রিকবাজের তথ্যমতে, আইসিসির সদস্য দেশগুলো ট্রফি ইস্যুতে দ্রুত সমাধানের পক্ষে মত দিয়েছে। প্রস্তাব উঠেছে একটি যৌথ কমিটি গঠনের। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গেল ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। কিন্তু দেড় মাস পেরিয়ে গেলেও সেই ট্রফি এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের হেফাজতেই রয়েছে। মূলত, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট দল।
এসএইচ//