আন্তর্জাতিক

এবার গভর্নর পদে এলিস স্টেফানিককে প্রার্থী ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির কাছে নিজের সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুমোর পরাজয় মানতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একারনে নিউইয়র্ক রাজ্যের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।

সেই লক্ষ্য পূরনে আমেরিকার নিউ ইয়র্কে ২০২৬ সালের গভর্নর নির্বাচনে প্রার্থী বানাচ্ছেন রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক।

শুক্রবার (০৭ নভেম্বর) এক্স প্ল্যাটফর্মে স্টেফানিক বলেন, 'আমেরিকার সবচেয়ে খারাপ গভর্নর' বর্তমান ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোচুল।

জবাবে হোচুল স্টেফানিককে ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে ‘নাম্বার ওয়ান চিয়ারলিডার’ হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ৪১ বছর বয়সী স্টেফানিক ২০১৪ সাল থেকে নিউ ইয়র্কের ২১ নম্বর কংগ্রেসনাল ডিসট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন।

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন