আন্তর্জাতিক

চরম স্বাস্থ্যঝুঁকিতে গাজাবাসী

ধ্বংসস্তূপ আর দূষিত পানি ছাড়া কিছু বাকি নেই

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলী ধবংসযজ্ঞের কারনে তছনছ হয়ে গেছে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়েছে  মাটি ও পানিতে। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ধ্বংসস্তূপ আর দূষিত পানি ছাড়া কিছু নেই।

শনিবার (০৮ নভেম্বর) ব্রাজিলে ‘কপ থার্টি’ জলবায়ু সম্মেলনে ফিলিস্তিনি দূত ইব্রাহিম আল-জেবেন বলেছেন, ‘প্রায় ২৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের পরিমাণ ৬১ মিলিয়ন টনের বেশি। এর বেশীরভাগই ঝুঁকিপূর্ণ বর্জ্য। স্যানিটেশন ও পানির নেটওয়ার্ক ধ্বংস হওয়ায় ভূ-জল ও উপকূলীয় পানি দূষিত হয়েছে। গাজার কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মিঠাপানি সরবরাহ ব্যবস্থা অনেকটাই দূষিত।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন