তারেক রহমানকে নেয়া হলো হাসপাতালে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান ফটক থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেক রহমান নিজেও আহত হয়েছেন।
সালহউদ্দিন আহমদ বলেন, কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি। আজ আমজনতার দলের আবেদন পুনর্বিবেচনার জন্য তিনি ইসিতে কথা বলেছেন।
তিনি আরও বলেন, তারেকের দল ন্যায়বিচার পাবে বলে তিনি আশাবাদী। তারেককে অনুরোধ অনশন ভাঙতে অনুরোধ করেছিলেন। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে বলেও জানান এ বিএনপি নেতা।
আই/এ