ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের মহেশ্বর গ্রামের আবুল বাশার এবং তার স্ত্রী মোরশেদা বেগম।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ী ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফেলনা কাজী বাড়ীর সামনে ইউটার্নে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোট গামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়।
ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী সহ ৩ জন নিহত হয়। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক মাহবুবুল হক বলেন, লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির পেছনে ধাক্কা দেন। এতে ত্রিমুখী সংঘর্ষ হয়।
ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, , দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা গেছে। ট্রাকের ভিতরে সিএনজি ঢুকে যাওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
আই/এ