ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরো মজবুত হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত একটি মহান দেশ। দেশটির সঙ্গে আমেরিকার সম্পর্ক আরো মজবুত হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘ভারতীয়রা এখন তাকে ভালোবাসে না। কিন্তু শিগগিরই আবার ভালোবাসবে। আমেরিকা ভারতের সঙ্গে একটি ন্যায্য চুক্তির পথে এগোচ্ছে। এই চুক্তি দুই দেশের জন্যই লাভজনক হবে।’
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য নিয়ে আলোচনায় বসতে পারে।
উল্লেখ্য, বর্তমানে রাশিয়া থেকে তেল আমদানির কারণে আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক সংক্রান্ত বিরোধ চলছে। যুক্তরাষ্ট্র ভারতের কিছু পণ্যে প্রায় ৫০ শতাংশ শুল্ক আদায় করেছে।
এসএইচ//