দেশজুড়ে

মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) ভোর আনুমানিক ৬টায় মহাসড়কের শিমরাইল এলাকার সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনে নাফ পরিবহনের একটি মিনিবাসে হঠাৎ করেই আগুন লাগে।

স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সিট, কাচ ও ভেতরের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চালক পার্ক করে রেখে যান। পরদিন সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, ‘আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা- তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন