৩৫ বছর পর সীমান্তের মডং শহর দখলে নিল কারেন বিদ্রোহীরা
৩৫ বছর পর থাইল্যান্ড সীমান্তবর্তী মডং শহর দখলে নিয়েছে মিয়ানমারের কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা ও তাদের মিত্ররা। এমন দাবি করেছে, জান্তাবিরোধী যোদ্ধারা।
শুক্রবার (১৪ নভেম্বর) মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, কারেন বিদ্রোহীরা তানিনথারি অঞ্চলের শহরটি দখল নেয়।
উল্লেখ্য, পাহাড়ি এ শহরটি মিয়ানমারের সিংখন পাস সীমান্তে অবশিষ্ট। এর পাশেই রয়েছে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশ। মডং একসমময় কেএনইউ-র মাইয়িক জেলার সদরদপ্তর ছিল। ১৯৯০ সালে এটি জান্তার দখলে চলে যায়। শহরটি দখলে নিতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও তাদের মিত্ররা চারদিন আগে অভিযান শুরু করে।
এসএইচ//