শিক্ষা

এইচএসসি–আলিম পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে দেখবেন

২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। যেসব শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন, তাঁদের ফল এসএমএসের মাধ্যমেও জানানো হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, প্রতিটি খাতা অত্যন্ত সতর্কভাবে যাচাই করে ফল প্রকাশ করা হয়েছে। 

ফল দেখতে বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রবেশ করতে হবে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হচ্ছে।

বোর্ডসূত্র জানিয়েছে, এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। ১১ বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিলেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে। সবচেয়ে বেশি পুনঃনিরীক্ষার আবেদন এসেছে ইংরেজি ও আইসিটি বিষয়ে। 

এইচএসসি ও সমমানের মূল ফল প্রকাশ হয় ১৬ অক্টোবর। এরপর ১৭–২৩ অক্টোবর সাত দিন আবেদন নেন বোর্ডগুলো। আবেদন ফি ছিল প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা।

চলতি বছর ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন, যা ৪১.১৭ শতাংশ। মেয়েদের পাসের হার ৬২.৯৭ শতাংশ এবং ছেলেদের ৫৪.৬০ শতাংশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন