হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাস মোকাবেলায় কঠোর অবস্থানে আছে তার দেশ। পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সন্ত্রাসে মদদ অব্যাহত থাকলে তা তাদের জন্যই বড় চ্যালেঞ্জ হবে।’
সোমবার (১৭ নভেম্বর) এক মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এসব কথা বলেন।
সেখানে তিনি আরো বলেন, ‘আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। রক্ত ও পানি একসঙ্গে চলবে না।’ এসময় তিনি অপারেশন সিন্দুরকে ‘৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে অভিহিত করে পাকিস্তানকে হুশিয়ারী জানান।
এসএইচ//