আন্তর্জাতিক

তীব্র খরায় ইরানে কৃত্রিম বৃষ্টির উদ্যোগ

ছবি: সংগৃহীত

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার তোপে আছে ইরান। ইরানের বৃহত্তম  হ্রদ উর্মিয়া লেক এখন প্রায় পুরোপুরি শুকিয়ে গেছে। একারনে মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর উদ্যোগ বা ক্লাউড সিডিংকার্যক্রম শুরু করেছে দেশটি। 

সোমবার (১৭ নভেম্বর) ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, শনিবার উর্মিয়া অঞ্চলের আকাশে ক্লাউড সিডিং কার্যক্রম চালানো হয়।

সংস্থাটি আরও জানিয়েছে যে, পরবর্তী সময়ে পূর্ব আজারবাইজান ও পশ্চিম আজারবাইজান প্রদেশেও এ ধরনের অভিযান চালানো হবে। ক্লাউড সিডিং প্রক্রিয়ায় জলীয়বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে মেঘকে বৃষ্টিতে রূপ নিতে সহায়তা করে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন