ডেঙ্গুতে প্রাণ হারালো আরও ৪ জন, হাসপাতালে ৯২০
গেলো ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৪৩ জন প্রাণ হারিয়েছে। এছাড়া গেল একদিনে নতুন করে আরও ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৬২ জন, ঢাকা বিভাগে ১৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, বরিশাল বিভাগে ১৪৬ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, সেপ্টেম্বরে ৭৬ জন, অক্টোবরে ৮০ জন এবং নভেম্বরের এখন পর্যন্ত ৬৫ জন ডেঙ্গুরোগী মারা গেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এমএ//