সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৮ ওমরাহযাত্রী নিহত
সৌদি আরবে ওমরাহ হজযাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ভারতের হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্য রয়েছেন বলে জানা গেছে।
সৌদি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি মক্কা থেকে মদিনা যাচ্ছিলো। দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই ভারতীয় নাগরিক।
হায়দরাবাদের পুলিশ কমিশনার ভি. সি. সজ্জনার জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কমপক্ষে ৪৫ জন ভারতীয় ওমরাহযাত্রী মারা গেছেন এবং তাদের বেশির ভাগই হায়দরাবাদের বাসিন্দা।
জানা যায়, ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী শাইক নাজিরউদ্দিন তার স্ত্রী, ছেলে, তিন মেয়ে ও নাতি–নাতনিদের নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। তবে নাজিরউদ্দিন, তার ছেলে–মেয়ে এবং নাতি–নাতনিসহ ১৮ জন একই বাসে ছিলেন।’
নাজিরউদ্দিনের এক আত্মীয় ভারতীয় গণমাধ্যমকে জানায়, ‘এক পরিবারের নয়জন প্রাপ্তবয়স্ক ও নয়জন শিশু—সব মিলিয়ে ১৮ জনের মৃত্যু আমাদের জন্য অকল্পনীয় কষ্টের।’ নিহতদের মধ্যে রয়েছেন নাজিরউদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮), শাবানা (৪০) এবং তাদের সন্তানরা।
সংবাদ সংস্থা গাল্ফ নিউজ এক প্রতিবেদন জানিয়েছে, সংঘর্ষের সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলো। আগুন ছড়িয়ে পড়ায় তারা বের হওয়ার সুযোগ পাননি। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ১০ শিশু রয়েছে।
এমএ//