আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-সৌদি আরবের মধ্যে চুক্তি সম্পন্ন

ছবি: সংগৃহীত

বেসামরিক পারমাণবিক জ্বালানি এবং অত্যাধুনিক এফ-থার্টি ফাইভ মার্কিন যুদ্ধবিমান বিক্রির চুক্তি করেছে সৌদী আরব ও যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর হোয়াইট হাউসে এই চুক্তি স্বাক্ষর হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

চুক্তি শেষে যুবরাজ মুহাম্মদ বিন সালমান জানিয়েছেন, মার্কিন মূল্লুকে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়ানো হবে। এই বিনিয়োগ আরো ৪০ হাজার কোটি ডলার বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করা হবে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন