যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৮
গাজায় কার্যকর যুদ্ধবিরতির মাঝেই নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। বুধবার (১৯ নভেম্বর) এসব হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৭৭ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণের খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় তিনটি স্থাপনায় এবং গাজা সিটির পূর্বাঞ্চল শুজাইয়া ও জয়তুন এলাকায় দুটি ভবনে বোমা নিক্ষেপ করে ইসরাইল। এসব হামলাতেই হতাহতের ঘটনা ঘটে।
গাজায় অবস্থানরত আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, একটি পরিবারের সব সদস্য—মা, বাবা এবং তাদের তিন সন্তান—একইসঙ্গে প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, “যুদ্ধবিরতি থাকলেও গাজার মানুষ ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলায় মানুষ মারা যাচ্ছে।”
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, খান ইউনুস এলাকায় ইসরাইলি সেনাদের ওপর হামলা চালানোর পর তারা হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। একইসঙ্গে আইডিএফ বলছে, হামলাগুলো যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেনি এবং পাঁচটি লক্ষ্যবস্তু সরাসরি হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
আইডিএফ সতর্ক করে জানিয়েছে, দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে হলে ভবিষ্যতেও এমন অভিযান চলবে।
অন্যদিকে হামাস এই হামলাকে “উস্কানিমূলক ও বিপজ্জনক” বলে নিন্দা জানিয়েছে। তারা ইসরাইলের দেওয়া ব্যাখ্যাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
এমএ//