৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত, প্রজ্ঞাপন জারি
শিক্ষানবিশ তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) মাঠ প্রশাসন-১ শাখার জারি করা প্রজ্ঞাপনে তাদের অপসারণের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানানো হয়।
চাকরি হারানো কর্মকর্তারা হলেন, কাজী আরিফুর রহমান, সহকারী কমিশনার, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়; অনুপ কুমার বিশ্বাস, সহকারী কমিশনার, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়; নবমিতা সরকার, সহকারী কমিশনার, পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব এহছানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই শিক্ষানবিশ কর্মকর্তাদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১–এর ৬(২)(এ) ধারা অনুসারে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। চাকরিকালীন সময় সরকারের কাছে তাদের কোনো বকেয়া দায় থাকলে তা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী আদায় করা হবে।
তবে তাদের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
নিয়োগ বিধিমালার ৬(২)(এ) ধারায় বলা আছে, শিক্ষানবিশ মেয়াদে দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হলে পিএসসি'র সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার সরাসরি নিয়োগ বাতিল করতে পারে।
এমএ//