মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর সুন্দরী
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বিজয়ী হয়েছেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ। শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে গতবারের মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন তিনি। এর মাধ্যমে চতুর্থবারের মতো মেক্সিকো ঘরে তুলল ‘মিস ইউনিভার্স’ শিরোপা।
গেল ২ নভেম্বর থাইল্যান্ডে শুরু হওয়া এবারের প্রতিযোগিতা নানা নাটকীয়তায় ভরা ছিল। প্রতিযোগিতার শুরুর দিকে এক বৈঠকে সঞ্চালকের কটূক্তির শিকার হয়েছিলেন ফাতিমা, যা পরবর্তীতে তাঁর এগিয়ে যাওয়ার বড় প্রেরণা হয়ে ওঠে।
এবারের রানারআপ হয়েছেন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।
‘সুপার বোল অব বিউটি পেজেন্টস’ খ্যাত মিস ইউনিভার্সে এবার অংশ নেন ১২০ দেশের প্রতিযোগী। এবারের আসরে বাংলাদেশের হয়ে অংশ নেয়া তানজিয়া জামান মিথিলা সেরা ৩০ জনের মধ্য থেকে প্রতিযোগিতা শেষ করেছে।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর চূড়ান্ত পর্ব। সেখানে সেরা ৩০ প্রতিযোগীর মধ্যে জায়গা নেয় মিথিলা।
এই সেরা ৩০ জনকে নিয়েই হয় পরের পর্ব। যেখানে সুইমস্যুট পরে একে একে মঞ্চে হাঁটেন ৩০ প্রতিযোগী। বিচারকেরা সেই হাঁটা দেখে বাছাই করেন সেরা ১২। আর এখানেই হাঁটতে গিয়ে সামান্য হোঁচট খান তিনি। সঙ্গে সঙ্গে ভালোভাবে সামলে নিয়ে হাঁটা শেষ করেন মিথিলা।
সেরা ১২ নাম ঘোষণার পর দেখা যায়, মিথিলা ছাড়াও ‘হেভিওয়েট’ প্রতিযোগীরাও বাদ পড়ছেন।
এমএ//