দেশজুড়ে

আগামী নির্বাচনে সুন্নি জোট ৩০০ আসনে প্রার্থী দেবে : গিয়াস উদ্দিন তাহেরি

আহলে সুন্নাত আল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন,  আগামী নির্বাচনে সুন্নি জোট ৩০০ আসনে প্রার্থী দেবে

রোববার (২৩ নভেম্বর)বিকেলে চাঁদপুর সদরের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় মাহফিল শেষে তিনি এ কথা বলেন।

গিয়াস উদ্দিন তাহেরি  বলেন,যারা এদেশের মাঝে ধর্মের নামে অপব্যাখ্যা করে ও ধর্মান্ধতা, ধর্মদ্রোহিতা ছড়ায় এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের সকল ষড়যন্ত্রের অবসান ঘটাতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ও বৃহত্তর সুন্নিজোটের হাত শক্তিশালী করতে হবে।  তাহলেই শান্তি ও সম্প্রীতি রক্ষা ও বজায় থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার  মাওলানা হান্নান ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ইসলামী ফ্রন্টের  প্রার্থী মাওলানা এ এইচ এম আহসানুল্লাহসহ দলের নেতাকর্মীবৃন্দ

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন