ভারতে ফ্ল্যাট থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার
ভারতের দিল্লির বৃহত্তর নয়ডা এলাকায় একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শাহারিয়ার (২৮)। তিনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) রাতে ফ্ল্যাট মালিক জানালা দিয়ে ভিতরে দেখেন শাহারিয়ার ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছেন। পুলিশ ময়নাতদন্তের পর জানায়, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই এবং সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
জানা যায়, গেল ১৭ নভেম্বর বেটা-১ এলাকায় শাহারিয়ার তার বান্ধবী রুপাকে নিয়ে ১৬,০০০ টাকা ভাড়ায় ওই ফ্ল্যাটে উঠেছিলেন। সেসময় বান্ধবীকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন।
পুলিশ নিহতের মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করেছে। তারা জানিয়েছে, শাহারিয়ার বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী বাংলাদেশেই থাকেন। তিনি প্রায় দুই বছর আগে বাড়ি্র কাউকে কিছু না জানিয়ে ভারতে এসেছিলেন। পুলিশ বর্তমানে ওই নারীর অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে।
বেটা-২ থানার স্টেশন হাউস অফিসার বিনোদ কুমার জানান, ‘ফ্ল্যাটের সমস্ত গৃহস্থালির জিনিসপত্র অক্ষত অবস্থায় ছিল। হত্যাকাণ্ডের কোনো আলামত পাওয়া যায়নি। শাহারিয়ার এবং রুপার মধ্যে কোনো বিবাদের কারণেই মূলত এই ঘটনা ঘটেছে।’
ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি অবহিত করা হয়েছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত চলমান রয়েছে।
এসএইচ//