আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ফেডারেল রিজার্ভ শীগ্রই সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্পট স্বর্ণের দাম প্রায় ১.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,১১১.৮৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,০৯৪.২ ডলারে নির্ধারিত হয়।

বিশ্লেষকদের মতে, ডিসেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। নতুন অর্থনৈতিক ডেটা কিছুটা নিম্নমূখী হলে এবং মুদ্রাস্ফীতি কম থাকলে স্বর্ণের উর্ধ্বগতি আরও বজায় থাকতে পারে।

সিএমই ফেডওয়াচ টুল এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা দাঁড়িয়েছে ৭৯ শতাংশে। বিশ্লেষকরা মনে করেন, ভূ–রাজনৈতিক অনিশ্চয়তাও স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে। যদিও দাম আপাতত ৪,০০০–৪,১০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

এদিন রুপার দামও ১.৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫০.৮৪ ডলারে এবং প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১,৫৪৫.৯১ ডলারে পৌঁছায়।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন