জাতীয়

৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন, প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪টি জেলায় পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার।

নতুন নিয়োগপ্রাপ্ত এসপিদের নামের তালিকাে দেখতে এখানে ক্লিক করুন

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন