‘বেনে মেনাশে’দের ইসরাইলে পুনর্বাসনের পরিকল্পনা
উত্তর-পূর্ব ভারতের মিজোরাম ও মণিপুরে বসবাসরত ইহুদি পরিচয়ের বেনে মেনাশে জনগোষ্ঠীকে ইসরাইলে পুনর্বাসনের সিদ্ধান্ত নিচ্ছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ উদ্যোগকে “গুরুত্বপূর্ণ ও ইহুদিবাদী সিদ্ধান্ত” বলে উল্লেখ করেছেন।
রোববার (২৩ নভেম্বর) ‘দ্য টাইমস অব ইসরাইল’ সরকারি ঘোষণর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ২০৩০ সালের মধ্যে প্রায় ৫ হাজার ৮০০ বেনে মেনাশেকে উত্তর ইসরাইলের গালিলি অঞ্চলে নেওয়া হবে। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলে জনসংখ্যা কমে যাওয়ায় পুনর্বাসনকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছে ইসরাইল।
জানা গেছে, ২০২৬ সালেই ভারত থেকে প্রথম দফায় বেনে মেনাশে জনগোষ্ঠীর ১,২০০ জনকে ইসরাইলে নেওয়া হতে পারে।
এসএইচ//