ভারতের ইসলামবিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান
ভারতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করেছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ জানিয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বিবৃতিতে বলেছেন, ‘এটি ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টির বিস্তৃত প্রবণতা।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমান প্রান্তিকায়নের শিকার হচ্ছেন। ইসলামী ঐতিহ্য সুরক্ষায় এবং সব সংখ্যালঘুর ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের নিরাপত্তায় জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।’
উল্লেখ্য, বাবরি মসজিদ ভারতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন উপাসনালয়। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর এই মসজিদ ধ্বংস করে ফেলে উগ্রবাদী জনতা। ভারত পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় দায়ীদের খালাস দেয়। পরবর্তীতে ভাঙা মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়।
এসএইচ//