জাতীয়

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

দণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে পাঠানো সর্বশেষ অনুরোধের জবাব এখনো পায়নি বাংলাদেশ। দিল্লির প্রতিক্রিয়া কবে আসতে পারে—এ বিষয়ে দ্রুত প্রত্যাশা না রাখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক সপ্তাহের মধ্যেই জবাব পাওয়া যাবে—এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে আমরা অবশ্যই ভারতের জবাব প্রত্যাশা করছি।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) সম্প্রতি যে রায় দিয়েছে, তার পরপরই ভারতের উদ্দেশে নোট ভার্বাল পাঠানো হয়েছে। এটি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।

তিনি বলেন, ভারত জবাব দেবে না এমনটি বাংলাদেশ মনে করছে না; তবে সাত দিনের মধ্যেই উত্তর আসবে এমন প্রত্যাশা নেই।

এর আগে গেল ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক রায়ে গেল বছরের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করায় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পরদিন উপদেষ্টা তৌহিদ জানিয়েছিলেন, সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে দণ্ডপ্রাপ্ত দুই পলাতককে ফেরানোর অনুরোধ পাঠাবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নোট ভার্বাল পাঠানো হয়েছে।

প্রত্যর্পণ অনুরোধটি দুই দেশের বিদ্যমান চুক্তির ভিত্তিতেই পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতীতেও শেখ হাসিনার ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে অনুরোধ করা হয়েছিল, তবে সাড়া মেলেনি। তবে এবার পরিস্থিতি আলাদা, বিচার শেষ হয়েছে এবং দোষ প্রমাণিত হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন