বায়ার্নকে হারিয়ে ইউরোপেও অদম্য আর্সেনাল
এই মৌসুমে ঘরোয়া-চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সবচেয়ে ধারাবাহিক দল এখন আর্সেনাল। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকার পাশাপাশি ইউরোপ সেরার লড়াইয়েও পাঁচ ম্যাচে পাঁচ জয়ে একমাত্র অপরাজিত দল তারা। বুধবার (২৬ নভেম্বর) এমিরেটসে বায়ার্ন মিউনিখকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেই ধারাবাহিকতা আরও জোরালো করলো মিকেল আর্তেতার শিষ্যরা।
ম্যাচের ২২ মিনিটে টিম্বারের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে ১০ মিনিট পর কার্লের গোলেই সমতায় ফেরে ভিনসেন্ট কম্পানির বায়ার্ন। স্কোরলাইন ১-১ নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মৌসুমের নতুন সাইনিং ননী মাদুইকের গোল আর্সেনালকে আবার এগিয়ে দেয়। বদলি হিসেবে নেমে ৭৭ মিনিটে জয়সূচক আঘাত করেন মার্টিনেল্লি, ব্যবধান বাড়ান ৩-১ এ। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাভারিয়ানরা।
এখন পর্যন্ত টানা ৫ জয়ে গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে নিজেদের আধিপত্য আরও মজবুত করেছে গানাররা।
এসএইচ//