ছাত্রদল নেতার লাশ নিয়ে থানা ঘেরাও
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে নিহত ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হোসেনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বজন ও স্থানীয়রা সদর মডেল থানা ঘেরাও করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর সাদ্দামের মরদেহ নিয়ে তারা থানা ঘেরাও করেন।
এর আগে শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়েছে।
স্বজনদের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, “এখনও পর্যন্ত আমরা মামলার এজাহার পাইনি। দ্রুত মামলা দায়েরের জন্য নিহত সাদ্দামের পরিবারকে অনুরোধ করা হয়েছে।”
আই/এ