আন্তর্জাতিক

হাজারো উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত করল এয়ারবাস

ছবি: সংগৃহীত

তীব্র সৌর বিকিরণের কারণে অনবোর্ড ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে সমস্যা দেখা দিতে পারে এমন আশঙ্কায় এয়ারবাস এ৩২০ মডেলের প্রায় ৬ হাজার উড়োজাহাজ সাময়িকভাবে উড্ডয়ন স্থগিত রাখা হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে ফ্লাইট বিলম্ব দেখা দিয়েছে।

এয়ারবাস জানিয়েছে, দ্রুত সফটওয়্যার আপডেটের মাধ্যমে বেশিরভাগ উড়োজাহাজ আবার উড়তে পারবে। যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফ্লাইট বাতিলের আশঙ্কা করলেও দেশটির বিমানবন্দরে এখনো বড় ধরনের প্রভাব দেখা যায়নি।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর আকাশে এক এয়ারবাস উড়োজাহাজ হঠাৎ উচ্চতা হারানোর পর তদন্তে সৌর বিকিরণজনিত কম্পিউটার ব্যাঘাতের বিষয়টি উঠে আসে। জেটব্লুর সেই ফ্লাইটটি জরুরি অবতরণে বাধ্য হয়। এই ঘটনায় আহত হন ১৫ জন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন