চট্টগ্রামে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প
বৃহত্তর চট্টগ্রাম এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে ঝাঁকুনি টের পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের ফালাম থেকে ৮১ কিলোমিটার পূর্বে।
এদিকে, ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৬ দশমিক ৮ কিলোমিটার। সংস্থাটি আরও জানায়, প্রভাবিত এলাকায় ছিল মিয়ানমারের সাগাইং, ভারতের উত্তর–পূর্বাঞ্চল এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগ।
মিয়ানমার ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি ভারত ও ইউরেশিয়া—দুটি টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত হওয়ায় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বহন করছে। এই প্লেটের সীমানাকে ‘সাইগং ফল্ট’ বলা হয়, যা মান্দালয় থেকে ইয়াঙ্গুন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং লাখো মানুষকে ঝুঁকির মধ্যে রাখে।
এদিকে গেল কয়েকদিনের মধ্যে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ২১ নভেম্বর নরসিংদী উৎপত্তিস্থল হওয়া ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয় । এতে প্রাণ হারায় ১০ জন। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
এমএ//