ফেরত আসবে ২৫৩ কোটি টাকা
১১৭২ জাল সনদধারী শিক্ষক-কর্মচারী শনাক্ত
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়মের চিত্র আবারও সামনে এসেছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) নতুন করে ১ হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষক-কর্মচারী শনাক্ত করেছে। জাল সনদে চাকরি, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট–আইটি অনিয়মসহ বিভিন্ন আর্থিক অপরাধে তাদের কাছ থেকে মোট ২৫৩ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে।
ডিআইএর পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, জাল সনদধারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে। খুব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হবে।
ডিআইএর নথি অনুযায়ী, রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৭৭৯ জন, মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ১৭৯ জন চট্টগ্রাম বিভাগে ২৪ জনসহ মোট ১,১৭২ জন শিক্ষক-কর্মচারীর সনদ জাল বলে নিশ্চিত করা হয়েছে।
ডিআইএর নথিতে আরও উল্লেখ করা হয়, শনাক্ত শিক্ষকদের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া, প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য বা অসঙ্গত।
প্রথম ধাপে ওই ৪০০ ভুয়া সনদধারীর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে ডিআইএ, যাতে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়।
ডিআইএ জানিয়েছে, জাল সনদধারীদের বিরুদ্ধে চাকরিচ্যুতি, আর্থিক ক্ষতিপূরণ, আইনগত ব্যবস্থা—সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হবে।
এমএ//