আন্তর্জাতিক

ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৫

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তা এবং ১২ বিদ্রোহীসহ মোট ১৫ জন নিহত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দন্তেওয়াড়া-বিজাপুর সীমান্তের বনাঞ্চলে যৌথ নিরাপত্তা অভিযানের সময় এ সংঘর্ষ হয়। অভিযানে ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআরপিএফের কোবরা ইউনিট অংশ নেয়।

সংঘর্ষস্থল থেকে মাওবাদীদের ১২টি মরদেহ, সেল্ফ লোডিং রাইফেল, ইনসাস রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এ বছর ছত্তিশগড়ে মাওবাদী সংশ্লিষ্ট সংঘর্ষে নিহতের সংখ্যা ২৭৫-এ দাঁড়াল। দিল্লি আগামী মার্চের মধ্যে মাওবাদী বিদ্রোহ পুরোপুরি নির্মূলের প্রতিশ্রুতি নিয়ে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন