অবশেষে নিজ দেশে ফেরত গেল পুশব্যাকের শিকার অন্তঃসত্ত্বা সোনালী
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অমানবিক পুশব্যাকের শিকার হয়ে আলোচনায় আসা অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে অবশেষে নিজ দেশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ও তার ৮ বছরের ছেলে মো. সাব্বির শেখকে সুস্থ অবস্থায় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
আর আগে গেল ২৫ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৬ ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করলে অবৈধ অনুপ্রবেশের দায়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে।
গেল ২২ আগস্ট আদালতের নির্দেশে তারা জেলহাজতে যান। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা সোনালী ও তার দুই নাবালক সন্তান।
মানবিক পরিস্থিতি বিবেচনায় আদালত ২ ডিসেম্বর তাদের স্থানীয় জিম্মায় দেন এবং কূটনৈতিক উদ্যোগে দেশে ফেরানোর নির্দেশ দেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়।
হস্তান্তর শেষে লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফের এই অমানবিক পুশইন আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনার স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আচরণ সীমান্তে মানবিক সংকট বাড়ায় এবং দুই দেশের সৌহার্দ্য ক্ষুণ্ন করে। তিনি বলেন, বাংলাদেশ সরকার মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন মেনে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে।
বিজিবি আশা প্রকাশ করেছে—ভবিষ্যতে বিএসএফ এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং সীমান্তে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে।
এমএ//