শিক্ষা

সুখবর পাচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

ছবি: ফাইল ছবি

দীর্ঘদিন আটকে থাকা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়ায় অগ্রগতি এসেছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাকে এমপিওভুক্ত করার লক্ষ্যে জনবলকাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। যেকোনো সময় নীতিমালা জারি করতে পারে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালা প্রকাশের পর নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন নেওয়া হবে। এরপর যোগ্যতা যাচাই-বাছাই শেষে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নির্দিষ্টসংখ্যক প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।

তথ্য মতে, ২০২২ সালের জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে মোট ২ হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। পরের বছর জানুয়ারিতে আরও ২৫৫টি এবং অক্টোবরে ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও তালিকায় আসে।

তবে অভিযোগ ছিল, তৎকালীন সরকার রাজনৈতিক বিবেচনায় কিছু এমপি-মন্ত্রীদের বিশেষ তদবিরে এগুলো এমপিওভুক্ত করেছিল। সমালোচনার মধ্যেও তখন প্রায় ৩ হাজার যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বাইরে থেকে যায়। উল্লেখ্য, এমপিও তালিকায় থাকা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পান—ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্রগুলো জানায়, এবার নীতিমালায় বিভিন্ন সূচকে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কাম্য শিক্ষার্থীসংখ্যার বিধান, একাডেমিক স্বীকৃতির সময়সীমা সংশোধন, কর্মচারী কাঠামোর পরিমার্জন ইত্যাদি। নতুন করে যুক্ত হচ্ছে বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজ এমপিওভুক্তির সুযোগও।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন