বিএনপি

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি এখনো স্থির হয়নি : ডা. জাহিদ

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি এখনো স্থির হয়নি। তার শারীরিক অবস্থার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড এবং বিদেশে নেওয়ার সিদ্ধান্ত তখনই নেওয়া হবে যখন চিকিৎসকেরা নিশ্চিত করবেন যে তাকে নিরাপদে বিদেশ নেয়া যাবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন,  দেশনেত্রীর চিকিৎসায় কোনো কমতি রাখা হবে না।এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, মেডিক্যাল বোর্ড দূরে ভ্রমণের জন্য বেগম খালেদা জিয়ার শরীর উপযুক্ত মনে করলে তাকে বিদেশে নেওয়া হবে। এ বিষয়ে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত কথা বলছেন ডা. জুবাইদা। আর সার্বিক বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, দলীয় চেয়ারপারসন এর আগেও ক্রিটিক্যাল পরিস্থিতিতে ছিলেন। তাই মেডিক্যাল বোর্ড আশাবাদী তিনি আবারও সুস্থ হবেন।

এসময় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান ডা. জাহিদ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন