আন্তর্জাতিক

পুতিনকে ছয়টি ঐতিহ্যবাহী উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদি

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি বিশেষ ও প্রতীকী উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও হস্তশিল্পের বহুমাত্রিক রূপ তুলে ধরতেই এসব উপহার বেছে নেয়া হয়েছে

শনিবার (০৬ ডিসেম্বর) ভারতীয় পত্রিকা আনন্দবাজার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

উপহারগুলোর মধ্যে ছিল ভারতের বিশ্ববিখ্যাত আসাম ব্ল্যাক টি, যার সুগন্ধ ও স্বাদের জন্য আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। পাশাপাশি ছিল কাশ্মীরি জাফরান, যা বিশ্বের সেরা জাফরানগুলোর অন্যতম হিসেবে বিবেচিত। ভারতীয় কারুশিল্পের স্বাক্ষর বহনকারী হাতে বানানো রূপার ঘোড়া এবং নকশাদার চা সেট উপহার তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছে

সবচেয়ে বিশেষ প্রতীকী উপহার ছিল ধর্মগ্রন্থ ‘শ্রীমদ্ভগবদগীতা’র রুশ ভাষার সংস্করণএই গ্রন্থে মহাভারত যুদ্ধের আগে অর্জুন ও কৃষ্ণের কথোপকথন লিপিবদ্ধযা ভারতীয় দর্শন, নীতি ও আধ্যাত্মিকতার মূল উৎস হিসেবে বিবেচিত। গীতার এই সংস্করণ উপহার দিয়ে ভারত দুই দেশের দীর্ঘদিনের আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও দার্শনিক বন্ধন আরও দৃঢ় করার বার্তা দিয়েছে

পুতিনের ভারত সফরকে ঘিরে নয়াদিল্লিতে বৈঠক, দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি প্রতীকী কূটনীতির এই অংশটিও দুই দেশের সম্পর্কের উষ্ণতা ও ঐতিহ্যগত ঘনিষ্ঠতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন