ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, দেখে নিন কবে কার খেলা
শুরু হতে যাচ্ছে 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে ২০২৬-এর ফিফা বিশ্বকাপ।
আগামী ১১ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ২০২৬ বিশ্বকাপের যাত্রা। মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্ক–নিউজার্সিতে।
বাংলাদেশি সমর্থকদের কাছে সবচেয়ে জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের বেশিরভাগ ম্যাচই পড়েছে সকাল ও ভোররাতে। ১৪ জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর ১৭ জুন আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি দেখতে এখানে ক্লিক করুন।
এমএ//