ইসরাইলের অস্ত্র রপ্তানিতে নতুন রেকর্ড
ইসরাইলের সামরিক শিল্প আবারও রেকর্ড গড়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে ইসরাইলের অস্ত্র রপ্তানি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে—১৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। মূলত এশিয়া ও ইউরোপের দেশগুলোর ক্রয়চাহিদা বিপুলভাবে বেড়ে যাওয়ায় এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা কোম্পানিগুলো ।
গেল সোমবার ও মঙ্গলবার তেল আবিবে আয়োজন করা হয় একটি বিশেষ অস্ত্রমেলা ও প্রযুক্তি প্রদর্শনী। তেল আবিব বিশ্ববিদ্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ এই আয়োজন বিশ্বের বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তা ও অস্ত্র ক্রেতাদের আকর্ষণ করে।
প্রদর্শনীতে ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি প্রযুক্তি ও যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত উন্নত সরঞ্জাম তুলে ধরে ইসরাইলি কোম্পানিগুলো। গাজায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক অভিযানের ভিডিও ফুটেজ ব্যবহার করে তাদের অস্ত্রের কার্যকারিতা প্রদর্শন করা হয়। এতে ইউরোপ ও এশিয়ার বহু দেশ ইসরাইলি অস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত প্রযুক্তি, উচ্চমানের ড্রোন সিস্টেম ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতার কারণে বৈশ্বিক অস্ত্রবাজারে ইসরাইলের চাহিদা দ্রুত বাড়ছে। আগামী বছর রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এসএইচ//