এশিয়া

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাপলো জাপান, সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬ ও ৫.৫। ভূমিকম্পের কারণে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮-১৫ মিনিট ও ৮-৪৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস জানায়, প্রথম ভূমিকম্পটি জাপানোর মিসওয়া এলাকার ৭৩ কি.মি. পূর্ব উত্তর পূর্ব দিকে আঘাত হানে। পরের ভূকম্পনের উৎপত্তিস্থল ছিলো ওই এলাকার কাছাকাছি হাচিনোহিতে।

জাপানের রাষ্ট্রিয় টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের কারণে আওমোরি, হোক্কাইডো, ও ইওয়াতা উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপান রেলওয়ে কতৃপক্ষ জানিয়েছে , ভূমিকম্পের কারণে ফুকুশিমা স্টেশন এবং শিন-আওমোরি স্টেশনের মধ্যে উভয় দিকেই তোহোকু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। ট্রেন সার্ভিস কবে পুনরায় চালু হবে তা এখনও স্পষ্ট নয়।

হোক্কাইডোর ব্যস্ততম বিমানবন্দর, সাপ্পোরোর কাছে নিউ চিটোস বিমানবন্দরের অপারেটর জানিয়েছেন যে রাত ১১:৪০ পর্যন্ত, দুটি রানওয়েতে কোনও অস্বাভাবিকতা আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে।

এনএইচকে জানায়, ভূমিকম্পের পরপরপই  প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংকট ব্যবস্থাপনা কেন্দ্র একটি টাস্কফোর্স গঠন করেছে।এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলির পাশাপাশি স্থানীয় সরকারগুলির সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করছে।

জাপান আবহাওয়া সংস্থা শীঘ্রই ভূমিকম্পের বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবে। ভূমিকম্প-কবলিত এলাকায় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত তা ব্যাখ্যা করা হবে বলে আশা করা হচ্ছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন