শিগগিরই প্রভাব হারাবেন ইমরান খান: রানা সানাউল্লাহ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনসংযোগ বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান খুব শিগগিরই তার রাজনৈতিক প্রভাব হারাতে যাচ্ছেন। তিনি ইমরান খানের শাসনকাল, প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ সংকট নিয়ে কঠোর সমালোচনা করেন।
সানাউল্লাহ দাবি করেন, ইমরান খানের সময়কার সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং সে সময়ের সিদ্ধান্তের দায় তৎকালীন সেনাপ্রধান কামার বাজবার ওপরও বর্তায়। তিনি আরও বলেন, নওয়াজ শরিফ কখনোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রকাশ্যে সমালোচনা করেননি, যা পিটিআইয়ের আচরণের বিপরীত।
তার অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষদের সরিয়ে দেওয়ার চেষ্টা থেকেই খানের সঙ্গে এস্টাবলিশমেন্টের সংঘাত শুরু। এমনকি খানের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে এস্টাবলিশমেন্টকে ব্ল্যাকমেইলেরও চেষ্টা করেছিলেন তিনি।
দলীয় ভাঙন প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, পিটিআইয়ের প্রায় ৮৫ শতাংশ সদস্য এখন আর ইমরানের রাজনৈতিক পথরেখায় নেই। উসকানিমূলক স্লোগান ও উগ্র রাজনৈতিক বর্ণনা সাধারণ মানুষ কখনোই গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
এসএইচ//