থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, সংঘর্ষে নিহত ৭
থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। থাই নৌবাহিনীর দাবি, কম্বোডিয়ার বাহিনী সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডের ট্রাত প্রদেশে প্রবেশ করায় তাদের তাড়াতে সামরিক অভিযান চালানো হয়। এ সংঘর্ষে কম্বোডিয়ার দুইজন সাধারণ নাগরিকসহ মোট ছয়জন এবং থাইল্যান্ডের একজন সেনা নিহত হয়েছেন। উভয় দেশই একে অপরকে সংঘাতের জন্য দায়ী করছে।
গেল জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া পাঁচ দিনের যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। থাই নৌবাহিনীর অভিযোগ, কম্বোডিয়ান বাহিনী সীমান্তে স্নাইপার, ভারী অস্ত্র ও প্রতিরক্ষামূলক স্থাপনা জোরদার করছে, যা থাই সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হন মানেট দাবি করেছেন, থাইল্যান্ডই কম্বোডিয়ার গ্রামে হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
এসএইচ//