আন্তর্জাতিক

১২০০ কোটি টাকার রাজকীয় ‘গ্রেসি ম্যানশনে’ উঠবেন মামদানি

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন তার ভবিষ্যতের ঠিকানা নিয়ে। গত সোমবার (০৮ ডিসেম্বর) তিনি নিশ্চিত করেছেন, আগামী জানুয়ারি থেকে তিনি ও তার স্ত্রী রামা দুয়াজি গ্রেসি ম্যানশনে স্থানান্তরিত হবেন।

এর আগে মামদানি জানিয়েছিলেন, ভবিষ্যতের বাসস্থান নিয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।

মেয়র বলেন, এই সিদ্ধান্তে প্রধান প্রভাব তার পরিবারের নিরাপত্তা। এছাড়া গ্রেসি ম্যানশনে থাকা তাকে নিউইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন ও জীবনযাত্রার বিষয়গুলোতে আরও মনোযোগ দিতে সহায়তা করবে।

তিনি আরও জানান, “এটি আমার পরিবারের সুরক্ষা এবং ভোটদাতাদের প্রত্যাশা বিবেচনা করে নেওয়া সিদ্ধান্ত। এখন আমি সম্পূর্ণভাবে নিউইয়র্কবাসীর জন্য আমার অ্যাজেন্ডা বাস্তবায়নে মনোযোগ দেব।”

ম্যানহাটনের অ্যাস্টোরিয়া এলাকায় ভাড়া থাকা এক বেডরুমের ফ্ল্যাট থেকে তিনি গ্রেসি ম্যানশনে উঠবেন। অ্যাস্টোরিয়ায় তার ভাড়া ছিল মাসে ২,৩০০ ডলার।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন