অক্সিজেন দিচ্ছে ফায়ার সার্ভিস, চলছে উদ্ধারকাজ
৩০ ফুট গভীরে দুই বছরের শিশু, পাইপে অক্সিজেন দিচ্ছে ফায়ার সার্ভিস
রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের পরিত্যক্ত পাইপে পড়ে আটককে গেছে সাজিদ নামে দুই বছরের এক শিশু আটকে গেছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, পাইপের ভেতর থেকে শিশুটির সাড়া পাওয়া যাচ্ছে, ধারণা করা হচ্ছে সে এখনো জীবিত আছে। তবে পাইপটি গভীর ও ভেতরটা অতিরিক্ত সরু হওয়ায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু স্বাধীন হঠাৎ বোরিং পাইপে পড়ে যায়। প্রথমে নিজেরা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, শিশুটিকে জীবিত বের করে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। উদ্ধার কাজে সহায়তার জন্য চাপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত একটি উদ্ধারদল ঘটনাস্থলে আসছে বলে জানা গেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির গণমাধ্যমকে জানান, গর্তটির মুখ ৩–৪ ফুট চওড়া। গভীরতা ৩০–৩৫ ফুট হতে পারে। দুপুর একটার দিকে এই গর্তে পড়ে যায় শিশুটি। তারপর উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। গর্তের ভেতরে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
এমএ//