জাতীয়

৬ ঘণ্টা পর পুলিশি পাহারায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

সচিবালয়ে নন–ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের অবরোধে টানা ছয় ঘণ্টা আটকে থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত আটটার দিকে তিনি তার কার্যালয় থেকে বের হন।

এর আগে বুধবার বিকেল তিনটার দিকে ২০ শতাংশ ভাতা বৃদ্ধির দাবিতে কর্মচারীরা তার দফতর ঘিরে ফেললে এ পরিস্থিতি তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা আড়াইটার পরপরই বিভিন্ন মন্ত্রণালয়ের তিন শতাধিক নন–ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে সমবেত হন। পরে মিছিল নিয়ে অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন এবং হ্যান্ডমাইকে দাবি আদায়ের স্লোগান দিতে দিতে তাকে অবরুদ্ধ করে রাখেন।

অবরুদ্ধ অবস্থায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। সেখানে আন্দোলনকারীদের জানানো হয়, তাদের দাবির বিষয়ে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করার সম্ভাবনা রয়েছে।

তবে আন্দোলনকারীরা তাৎক্ষণিক ঘোষণার দাবিতে অনড় থাকায় অবরোধ আরও দীর্ঘ হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অর্থ উপদেষ্টা দফতর থেকে বের হতে পারেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন