খেলাধুলা

মেসির আগমন ঘিরে কলকাতায় উৎসবের আমেজ

ছবি: সংগৃহীত

ভারতে আসছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তার ভারত সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজে সাজতে শুরু করেছে কলকাতা নগরী। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে পৌঁছাবেন তিনি। পরদিন সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) কনসার্টে’ অংশ নেয়ার কথা রয়েছে তার।

লিওনেল মেসির এ সফরকে ঘিরে নগরীর লেক টাউন মোড়ে মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধন করা হবে।মূল পরিকল্পনা ছিল, মেসি নিজেই তার মূর্তি উদ্বোধন করবেন। তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত উদ্বেগে সেই সিদ্ধান্ত বদলানো হয়েছে। মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, হোটেল থেকে ভার্চ্যুয়ালি মূর্তি উদ্বোধন করবেন আর্জেন্টাইন সুপারস্টার।

এছাড়াও, মেসির হাতে বিশেষ উপহারও তুলে দেয়া হবে। ১৯১১ সালের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের স্মরণে সেই সময়ের অনুকরণে তৈরি বিশেষ জার্সি উপহার দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে এই লেক টাউন মোড়েই স্বাগত জানানো হয়েছিল আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। তিনি নিজ হাতেই উদ্বোধন করেছিলেন নিজের মূর্তি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন